জীবনের পথ কাঁটাময়
মঈনুল ইসলাম শামীম
কর্কটে আজ দিশেহারা মন
জীবনের পথ কাঁটাময়
তোমরা কেউ বিস্মৃত নও
মায়া রেখেছে হদয়।
ছেলেটি আমার কদিন পরে
হয়তো পিতা হারাবে—
ভাবতেই চোখ ভিজে ওঠে
কীভাবে সে দাঁড়াবে।
কর্কটে আজ দিশেহারা মন
অর্থের কাছে হারছি
অনেক টাকার প্রয়োজন এখন
তোমাদের দৃষ্টি কাড়ছি।
না-ফেরার দেশ ঠিকানা হলে
ছেলেটা হবে এতিম
হায়াতে আমার বরকত দাও
ওহে আলিফ মীম।
……………………….
01878909797