Skip to content
- (সন্তানের ভবিষ্যৎ)
-
- মেয়ে আমার ,গজল পারে।
- কন্ঠে ধার করতে এখন থেকেই চর্চা করে।
- পারলে, নয় বছরে পারে।
- গাইতে গাইতে গলা ,
- হাঁটতে হাঁটতে নলা।
- হল না অনেক কিছু বলা।
- তবে চারা তো, গাছের চারা,
- এখনো গাছতো না তারা।
- যে দিকে দেবেন, সেদিকে চলে।
- মস্তিষ্কের ১০ কোটি জিবি মেমোরি ইনটেক ঘুমন্ত।
- আমরা কি ভাবি এই নিয়ে দিনে কিছু অন্ত।
- আমি প্রাইমারীর প্রথম ৩ সহ ১০ বছর,
- সন্তানের জীবন নষ্ট করব না।
- আঘডুম -বাঘডুম,আয় ছেলেরা আয় মেয়েরা কিসের?
- ডাইরেক ৩০ পারা ,
- ৩/৪ বছরে যত টুকু পারে।
- চেষ্টা তো করব ,পরে যা হয়।
- ইনশাআল্লাহ নিয়তে সার, নিয়মে পার।
- সুন্নিয়ত সহকারে জয় হোক সবার।