করোনা পুলিশ একাকার,
কিভাবে সম্ভব বেঁচে থাকার?
ইমাম,গোসল,কবর ও লাশবহনকারী সব পুলিশই
পুলিশ আসতে দেরি হলে, মারে কত জারি।
পাস্ট টু লাস্ট সব পুলিশ।
সেবাই ধর্ম, সেবাই কর্ম।
ডিউটি ইস বিউটি,
এটাই বাংলাদেশ পুলিশের ধর্ম।
হাজার হাজার পুলিশ করোনার সাথে দেখা করে
কেহ ফিরে আসে, অন্যরা আর ফিরতে পারেননি,
তাদের পরিবার কে অবজ্ঞা করলে,
নিজের আত্মমর্যাদা কে অবজ্ঞা করা হবে।
যারা করোনার পিছনে লেগে আছে,
বর্তমান সময়ে জাতীয় বীর।
আর যারা করোনার সুযোগে নিয়ে জানগণকে ঠকানোর পাঁয়তারা মেতে উঠেছে,
তারা জাতির কাছে রাজাকার সমতুল্য।
এসো সবাই করোনায় পায়দা লুটেদেরকে ঘৃণা করি,
সচেতনতা গড়ে তোলি।
করোনা রোগীকে ভালবাসে করোনা কে হারিয়ে দি।
এটাই হবে এবার পুলিশের অঙ্গীকার।
সেবাই ধর্ম, সেবাই জীবন,
সেবার মধ্য দিয়ে হয় যেন মরণ।
জয় হোক পুলিশ ,জয় হোক বাংলাদেশ।
জনগণকে সেবা দিলে , ভালবাসা পাব বেশ।