নামাজ পড়ে হাত তুলে দোয়া করি ভাই।
দোয়া চেয়ে বড় কিছু এখন আর নেই।
দোয়া মূল্যবান সম্পদ, ভাল সবকিছু হবে বরকত।
অসুস্থ ও অসুখে দোয়া , বড় কাজে দোয়া,
ভাল কাজে দোয়া।
কাজে আসে বেশি দোয়া মা বাবার,
প্রয়োজন আছে সবার।
জীবিত ও কাছে পেয়েও নিতে পারল না দোয়া,
বদ নছীব তাদের, একটাই ভয়, জান্নাত হারার।
দোয়াই ইবাদতের মগজ, হাদীস শরীফে প্রমাণ।
সবার দোয়া হয় না এক সমান।
বুঝতে বাকি নাই পড় যদি কুরআন।