হাত তুলে দোয়া চাই মুসলিম ভাইদের জন্য।
এখন একটা শুধু চাওয়া একমাত্র দোয়াই কাম্য।
জ্বর, সর্দি ও কাশিকে অবহেলা না করি,
নিজেকে সহ সবার মাঝে সচেতনতা গড়ে তুলি।
হোমিওপ্যাথিক আর্সেনিক এলবাম ৩০
শরীরে এন্টি বডি বাড়াতে যথাযথ সেবন করি।
এখন বাংলাদেশে পুলিশের করোনার প্রধান ঔষধ হিসাবে গণ্য।
মাত্র এক আউন্স ১৮০ টাকা, জার্মানির তৈরি ,
সবাই কেনে নি পরিবারের জন্য।
সামান্য পানি তে দিনে এক ফোঁটা
তিন দিনে তিন ফোঁটা
তিন সপ্তাহে তিন ফোঁটা
প্রতি মাসে এক ফোঁটা,
পরিবারের সবার উচিত এই সময়ের জন্য।
চীন জার্মানি করে যদি মান্য ,
আপনি আমি করবনা কেন ? ভাল এর জন্যে
এসো সবাই সচেতন থাকি
স্বাস্থ্য বিধি মেনে চলি।
শারীরিক দুরুত্ব ও মানসিক দুরুত্ব এক মনে না করি।